ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শেখ বোরহানুদ্দীন কলেজে অনিয়ম, তদন্তে ক‌মি‌টি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
শেখ বোরহানুদ্দীন কলেজে অনিয়ম, তদন্তে ক‌মি‌টি 

গাজীপুর: ঢাকার শেখ বোরহানুদ্দীন কলেজে নানা অনিয়ম পেয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ঘটনার প‌রি‌প্রে‌ক্ষি‌তে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

রোববার (২৭ অ‌ক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ সদ‌স্যের এ তদন্ত কমিটি গঠন ক‌রেছে। কমিটির প্রধান করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মো. আনোয়ার হোসেনকে।

 

কমিটির অন্য সদস্যরা হ‌লেন- উপ-রেজিস্ট্রার (পরিষদ) জয়ন্ত ভট্টাচার্য্য ও উপ-রেজিস্ট্রার (আইন) মো. সিদ্দিকুর রহমান।  

বিশ্ববিদ্যালয় জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম জানান, সার্বিক বিষয় তদন্ত করে কমিটিকে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, অ‌ক্টোবর ২৭, ২০১৯ 
আরএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ