ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবির সমাবর্তনে রেজিস্ট্রেশনের সময় বাড়লো পাঁচ দিন

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
শাবিপ্রবির সমাবর্তনে রেজিস্ট্রেশনের সময় বাড়লো পাঁচ দিন

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তৃতীয় সমাবর্তনে রেজিস্ট্রেশনের সময়সীমা পাঁচদিন বাড়ানো হয়েছে। ২০২০ সালের ৮ জানুয়ারি অনুষ্ঠেয় এ সমাবর্তনে অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করা যাবে ৫ নভেম্বর পর্যন্ত।

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে বিষয়টি জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।  

উপাচার্য বলেন, এখন পর্যন্ত সমাবর্তনে অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছে ৫ হাজার ৩১৯ জন শিক্ষার্থী।

শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে আগামী ৫ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ানো হয়েছে।

‘রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আব্দুল হামিদ সমাবর্তনে সভাপতিত্ব করবেন। ’  

সমাবর্তনে স্নাতক, স্নাতক সমমান ও বিএসসি নার্সিংয়ের জন্য চার হাজার টাকা; স্নাতকোত্তরের জন্য চার হাজার পাঁচশ’ টাকা; এমবিবিএস, বিডিএস, এমফিল ও পিএইচডি  অর্জনকারীদের জন্য ছয় হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

এর আগে সমাবর্তনে অংশ নেওয়ার জন্য ১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত রেজিস্ট্রেশনের সময় নির্ধারিত ছিল।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
এবি/এইচএডি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ