ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আহছানউল্লার ভিসির পদত্যাগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫২ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৯
আহছানউল্লার ভিসির পদত্যাগ ছবি:সংগৃহীত

ঢাকা: শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. কাজী শরিফুল আলম। নতুন নিয়মিত ভিসি নিয়োগের আগ পর্যন্ত ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ট্রেজারার অধ্যাপক ড. আমানুল্লাহকে।বিষয়টি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের এক জরুরি সভা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে সোমবার থেকেই ভিসির পদত্যাগ সহ ১০ দফা দাবিতে আন্দোলন করে আসছিল আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ভিসির পদত্যাগের পাশাপশি নতুন ভিসি নিয়োগের পর আলোচনা সাপেক্ষে শিক্ষার্থীদের অন্যান্য দাবিগুলোও মেনে  নেওয়ার আশ্বাস দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। তবে এবিষয়ে গণমাধ্যমের কাছে আনুষ্ঠানিক বিবৃতি দিতে রাজি হননি কোনো কর্মকর্তা।

শিক্ষার্থীদের সেমিস্টার ফি বাড়ানো, পাঠদানের সুষ্ঠু পরিবেশ না থাকা, শিক্ষক নিয়োগে ভিসির অনিয়মে যুক্ত থাকার অভিযোগ সহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা। বন্ধ ছিল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। স্থগিত করা হয় নতুন শিক্ষাবর্ষের ভর্তি এবং একাডেমিক পরীক্ষাও।

এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে ফাহাদ নামের একজন জানান, ভিসির পদত্যাগে আজকের মতো আন্দোলন স্থগিত করবেন তারা। আগামী সপ্তাহে সম্মিলিত আলোচনা সাপেক্ষে নতুন কর্মসূচি জানানো হবে।

বাংলাদেশ সময়: ২২৫১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
এসএইচএস/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ