ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জেএসসি-জেডিসি: ডোমারে অনুপস্থিত ২১২ পরীক্ষার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৪ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৯
জেএসসি-জেডিসি: ডোমারে অনুপস্থিত ২১২ পরীক্ষার্থী ফাইল ফটো

নীলফামারী: নীলফামারীর ডোমারে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও সমমানের পরীক্ষায় অনুপস্থিত ছিল ২১২ পরীক্ষার্থী।

পরীক্ষার প্রথমদিন ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ১৫১ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৪০ জন। এদের মধ্যে ছেলে ১৯ ও মেয়ে ২১ জন।

ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ১ হাজার ৪৭২ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৩৪ জন। এর মধ্যে ছেলে ১৫ ও মেয়ে ১৯ জন।  

চিলাহাটী গার্লস স্কুল অ্যান্ড কলেজে ৭১৯ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১৬ জন। এর মধ্যে ছেলে ৬ ও মেয়ে ১০ জন।  

চিলাহাটী মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ে ৮৪০ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৩১ জন। এর মধ্যে ১২ জন ছেলে ও ১৯ জন মেয়ে।  

জেডিসি দাখিল কোরআন ও তাজবীদ পরীক্ষায় ডোমার ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে মোট ৫৭২ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৪০ জন। এর মধ্যে ছেলে ২০ ও মেয়ে ২০ জন।  

জেএসসি (ভোক:) বাংলা পরীক্ষায় ৩০২ পরীক্ষার্থীর মধ্যে ৫১ জন অনুপস্থিত বলে সংশ্লিষ্ট কেন্দ্র সচিব সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ