ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাহাঙ্গীরনগর: দুই পক্ষের বক্তব্য শুনবেন শিক্ষামন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৯
জাহাঙ্গীরনগর: দুই পক্ষের বক্তব্য শুনবেন শিক্ষামন্ত্রী

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অচলাবস্থা নিরসনে আন্দোলনকারী শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষামন্ত্রী অপর পক্ষের বক্তব্য শুনবেন বলে তাদের জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়টির আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রোববার (০৩ নভেম্বর) সন্ধ্যায় মন্ত্রীর হেয়ার রোডের বাসভবনে এক অনির্ধারিত আলোচনা অংশগ্রহণ করেছেন।  

জাহাঙ্গীরনগরের অধিকতর উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে যেকোনো দিন উপাচার্যকে অবরুদ্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

শনিবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ে পুরাতন প্রশাসনিক ভবনের সামনে ‘উপাচার্য অপসারণ মঞ্চে’ এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন অধ্যাপক রায়হান রাইন।  

উপাচার্য পক্ষ এবং উপাচার্য অপসারণ মঞ্চের পাল্টাপাল্টি কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়টিতে অচলাবস্থা তৈরি হয়।

এই অচলাবস্থা নিরসনে শিক্ষামন্ত্রীর বাসভবনে আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। আলোচনায়  শিক্ষকরা বিভিন্ন দাবি উত্থাপন করেন।  

ওই কর্মকর্তা বাংলানিউজকে বলেন, শিক্ষামন্ত্রী সব দাবি মনোযোগ দিয়ে শুনেন এবং সবিস্তারে লিখে দেওয়ার কথা বলেন।  

শিক্ষামন্ত্রী অপরপক্ষের কথাও শুনবেন এবং উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে তাদের আশ্বাস দেন।  

বাংলাদেশ সময়: ০১৪৯ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
এমআইএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ