ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবির ভর্তি পরীক্ষা: ‘বি’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
ইবির ভর্তি পরীক্ষা: ‘বি’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের দ্বিতীয় দিনের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট চার শিফটে কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারী সূত্রে জানা গেছে, এ বছর ‘বি’ ইউনিটে ১ হাজার ৬৫টি আসনের বিপরীতে ২৭ হাজার ৬৩২ জন শিক্ষার্থী আবেদন করেন।

আবেদনকারী শিক্ষার্থীদের মধ্যে শতকরা ৯০ ভাগ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. রাশিদ আসকারী, উপ-উপচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা বিভিন্ন কেন্দ্রসহ বিশ্ববিদ্যালয়ের গেটে অবস্থানরত অভিভাবক কর্নারও পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ