ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রক্সি দিতে সহায়তা, মাদ্রাসা সুপারের ১ বছর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৯
প্রক্সি দিতে সহায়তা, মাদ্রাসা সুপারের ১ বছর কারাদণ্ড

দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জে ভুয়া পরীক্ষার্থী (প্রক্সি) দিয়ে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা গ্রহণ করায় মতিয়ার রহমান (৪৮) নামে এক মাদ্রাসা সুপারকে ১ বছর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মতিয়ার রহমান বীরগঞ্জ উপজেলার করিমপুর পুলহাট দাখিল মাদ্রাসার সুপার।

ইউএনও ইয়ামিন হোসেন জানান, মঙ্গলবার জেডিসি পরীক্ষায় বীরগঞ্জ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে মতিয়ার রহমান দায়িত্ব পালন করছিলেন। একজন পরীক্ষার্থীর স্থলে ৯ম শ্রেণীর অপর এক ছাত্রের দ্বারা পরীক্ষা গ্রহণ করেন মতিয়ার রহমান। এ অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১ বছর কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ