ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বিকেল সাড়ে ৩টার মধ্যে জাবির হল খালি করতে নির্দেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৯
বিকেল সাড়ে ৩টার মধ্যে জাবির হল খালি করতে নির্দেশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সব আবাসিক শিক্ষার্থীদের বিকেল সাড়ে ০৩টার মধ্যে হল ছেড়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। নয়তো বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনি ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে।

বুধবার (০৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কমিটির সভা শেষে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত জানায়। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে উপাচার্যের বাসভবনে সভাটি শুরু হয়।

প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক বশির আহমেদ জানিয়েছেন, আবাসিক শিক্ষার্থীদের বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এর ভেতরে হল খালি করে দিতে হবে। তা না হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। হল খালি করা হবে। এক্ষেত্রে আন্দোলনকারী, ছাত্রলীগসহ সবাইকে হল ছেড়ে যেতে হবে।

একইসঙ্গে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালীন ক্যাম্পাসে কোনো ধরনের দোকানপাট খোলা রাখা যাবে না- সভায় এমন সিদ্ধান্তও হয়েছে বলে জানান অধ্যাপক বশির আহমেদ।

এর আগে মঙ্গলবার (০৫ নভেম্বর) উপাচার্যবিরোধী চলমান আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তখন এ দিন বিকেল সাড়ে ৫টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ছেড়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছিল।

*** উপাচার্যকে বরখাস্তে আচার্যের কাছে অনুরোধ আন্দোলনকারীদের
*** পুলিশ পাহারায় বাসভবনে জাবি উপাচার্য
*** জাবির ২ হলে পানি-গ্যাস বন্ধ করে দেওয়ার অভিযোগ
*** বিক্ষোভ শুরু, ফের তালা ভেঙে অংশ নিলেন জাবি ছাত্রীরা
*** রাতের কর্মসূচি শেষ, বুধবার জাবিতে ফের আন্দোলন
*** ফের উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনকারীদের অবস্থান
*** হলের তালা ভেঙে বিক্ষোভে জাবি ছাত্রীরা
*** ছাত্রলীগের হামলাকে ‘গণ-অভ্যুত্থান’ বলে ধন্যবাদ জাবি ভিসির
*** জাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকসহ ৪ জনের পদত্যাগ
*** জাবিতে ছাত্রলীগের হামলায় শাবিপ্রবি ছাত্রফ্রন্টের বিক্ষোভ
*** হঠাৎ বন্ধ ঘোষণায় বিপাকে জাবি শিক্ষার্থীরা
*** অনির্দিষ্টকালের জন্য বন্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
*** জাবিতে আন্দোলকারীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ৩৫
*** অবরুদ্ধ ভিসি, জাবিতে মুখোমুখি অবস্থানে দুপক্ষ
*** বাসভবনে অবরুদ্ধ জাবি উপাচার্য
*** উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে 

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ