শনিবার (২৩ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক আসিফ হোসেন খান বাংলানিউজকে এ তথ্য জানান।
অপরদিকে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সেবা পেতে প্রত্যেক শিক্ষার্থী তার অনলাইন ড্যাশবোর্ড থেকে আবেদন করতে পারবেন।
অনলাইনে আবেদন করার পর আবেদনকারীর তথ্য যাচাই করে অনলাইনেই তাকে একটি পে-স্লিপ পাঠানো হবে। এই স্লিপটি প্রিন্ট করে জনতা ব্যাংকের যে কোনো শাখায় নির্ধারিত ফি জমা দেওয়া যাবে। ফি জমা হওয়ার সমগে সঙ্গেই শিক্ষার্থী তা ড্যাশবোর্ডে দেখতে পাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব পরিচালকের দপ্তরও তাৎক্ষণিকভাবে তা জানতে পারবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ কার্যক্রম শুরু হলে শিক্ষার্থীদের আগের মতো আবেদন ফরম উত্তোলন, তথ্য সংশোধনের জন্য বারবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে যেতে হবে না। তবে হল ও লাইব্রেরি সংক্রান্ত আনুষ্ঠানিকতা অপরিবর্তিত থাকবে।
নতুন পদ্ধতিতে হিসাব রক্ষা অনেক দ্রুত ও সহজ হবে, সেই সঙ্গে বৃদ্ধি পাবে স্বচ্ছতা। আবেদন ফরম পূরণ করা থেকে শুরু করে সার্টিফিকেট/মার্কশিট উত্তোলন পর্যন্ত পুরো প্রক্রিয়াটি ছয়টি ধাপে সম্পন্ন হবে। শিক্ষার্থী নিজের ড্যাশবোর্ড থেকেই এ বিষয়ক অগ্রগতি দেখতে পারবেন।
বাংলাদেশ সময়: ০৩২০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
এসকেবি/এইচজে