ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে ৫ম বিরুনি আন্তর্জাতিক সম্মেলন ২০ জানুয়ারি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
ঢাবিতে ৫ম বিরুনি আন্তর্জাতিক সম্মেলন ২০ জানুয়ারি

ঢাকা বিশ্ববিদ্যালয়: পঞ্চম বিরুনি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে ২০২০ সালের ২০ ও ২১ জানুয়ারি।

ঢাকা বিশ্ববিদ্যায়ের (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটের মিলনায়তনে দুই দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে এবারের বিষয়- ‘‘ইরান’স ইনফ্লুয়েন্স অন দ্য ওয়ার্ল্ড’’।

মঙ্গলবার (২৬ নভেম্বর) আবু রায়হান বিরুনি ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আবু মুসা মোহাম্মদ আরিফ বিল্লাহ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

আল বিরুনির ৯৬৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সম্মেলনের আয়োজন করছে আবু রায়হান বিরুনি ফাউন্ডেশন।

সম্মেলনের ব্যাপারে বিস্তারিত জানা যাবে ফাউন্ডেশনের ওয়েবসাইটে (http://www.arbfbd.org/?page_id=1297)

আবু রায়হান আল বিরুনি মধ্যযুগের বিশ্বখ্যাত আরবীয় শিক্ষাবিদ ও গবেষক ছিলেন।

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
এসকেবি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।