ঢাকা: ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম এ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তি হতে পেরে আমার খুব ভালো লাগছে। অনুসন্ধানী সাংবাদিকতায় আমার অনেক আগ্রহ রয়েছে।
এ বিভাগের শিক্ষার্থী ইমরান হোসেন, রেজোয়ান ইসলামও এ বিভাগে ভর্তি হতে পেরে ভীষণ উচ্ছ্বসিত। তারা বলেন, ‘এই বিভাগের প্রথম ব্যাচের ছাত্র হতে পেরে আমরা আনন্দিত। আমাদের মাধ্যমে এ বিভাগ এগিয়ে যাবে। এ জন্য আমরা ভালো কিছু করতে দৃঢ় প্রতিজ্ঞ। ’
বুধবার বিশ্ববিদ্যালয়ের ২০১১-২০১২ শিক্ষাবর্ষে ভর্তিকৃত প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের ক্লাস শুরুর প্রথম দিনে উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির এ বিভাগের ছাত্র-ছাত্রীদের সঙ্গে পরিচিতি পর্বে এ বিভাগ সম্পর্কে উচ্চ প্রত্যাশা ব্যক্ত করে বলেন, বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গরূপ দেওয়ার জন্য তিনি নতুন দশটি বিভাগ, দুইটি অনুষদ, দুইটি ইনস্টিটিউট খুলেছেন। আগামীতে আরও নতুন বিভাগ ও অনুষদ ও ইঞ্জিনিয়ারিং অনুষদ খোলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
পরে উপাচার্য আইন ও বিচার, পাবলিক হেলথ্, পরিবেশবিজ্ঞান, বাংলা বিভাগসহ বিভিন্ন বিভাগের ক্লাস পরিদর্শন করেন।
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১১