প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিভিন্ন কর্মসূচির আয়োজন করে ইনস্টিটিউটটি।
সকালে ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হকের নেতৃত্বে বর্ণাঢ্য একটি র্যালি বের হয়।
এর আগে আইআইটির ভারপ্রাপ্ত পরিচালক এম মেসবাহ উদ্দিন সরকারের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক বলেন, এখন সারাবিশ্বে বিজ্ঞান-প্রযুক্তির প্রতিযোগিতা শুরু হয়েছে। আমি আশা করি, আইআইটির শিক্ষার্থীরা বিজ্ঞান-প্রযুক্তির প্রতিযোগিতায় সামনের সারিতে যাওয়ার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাবে। আজ আমরা কেউ ইনফরমেশন টেকনোলজির গুরুত্ব ও প্রয়োজনীয়তা অস্বীকার করতে পারবো না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আইআইটির শিক্ষার্থীরা আধুনিক টেকনোলজির শিক্ষা ও গবেষণায় দেশ-বিদেশে স্মরণীয় অবদান রাখবে।
এসময় অন্যান্যের মধ্যে আইআইটির সাবেক পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ হানিফ আলীসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২০
এএটি