ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সঙ্গীতানুষ্ঠান ৮ জানুয়ারি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২০
জাতীয় বিশ্ববিদ্যালয়ে সঙ্গীতানুষ্ঠান ৮ জানুয়ারি

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে সুইডিশ শিল্পীদের পরিবেশনায় ৮ জানুয়ারি (বুধবার) সকাল সাড়ে ১০ টায় মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সুইডেনের ‘লুন্ড ইন্টারন্যাশনাল টেগর কোয়াইর’ সঙ্গীত দলের পরিবেশনায় এই সঙ্গীতানুষ্ঠান হবে।

অনুষ্ঠানে চেয়ারপার্সন হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ।

রবীন্দ্র সঙ্গীত প্রিয় এই দলটি সুইডেনের নাগরিকদের মাধ্যমে ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এই সঙ্গীত দলটির নেতৃত্বে রয়েছেন বুবু মুন্সী একলুন্ড।

তিনি একজন রবীন্দ্র সঙ্গীতশিল্পী। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিগ্রি সম্পন্ন করে ১৯৮৩ সাল থেকে সুইডেনে স্থায়ীভাবে বসবাস করছেন।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।