এ ঘটনায় মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজু ভাস্কর্যের পাদদেশে কুশপুতুল দাহ করেছে ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।
এসময় বিভাগের অধ্যাপক ড. সাব্বির আহমেদ বলেন, আমাদের মেয়েকে যে শারীরিক নির্যাতন, ধর্ষণের মত জঘন্য কাজ করা হয়েছে তার অনতিবিলম্বে শাস্তি চাই।
বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে দুপুর ২ টার দিকে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। এতে বিভাগের অধ্যাপক মোশাররফ হোসেন বলেন, প্রশাসনকে অনুরোধ করবো অনতিবিলম্বে এ নরপিশাচকে আইনের আওতায় নিয়ে আসুন। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার মাধ্যমে ধর্ষণের শেকড় মূলোৎপাটন করতে হবে। আর যেন নারীকে ধর্ষিতা হতে না হয়। নারীর জীবন যেন নিরাপদ হয় তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এসময় তিনি ছাত্রীর পরিবারের প্রতি সমবেদনা জানান।
অপরদিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করেছে ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
এসকেবি/ওএইচ/