বিশ্ববিদ্যালয় মুঞ্জুরি কমিশনের (ইউজিসি) ওয়েবসাইটে ৬ জানুযারি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
এ তালিকায় বশেমুরবিপ্রবির ছয় শিক্ষার্থীর নাম প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানা যায়, ২০১৮ সালের প্রধানমন্ত্রীর স্বর্ণপদকের জন্য বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ১৭২ জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন। ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর প্রকাশিত ফলাফলের ভিত্তিতে পদকের জন্য মনোনীত হন তারা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. শাহজাহান প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, প্রতি বছরই অনুষদ ভিত্তিক প্রথমস্থান অধিকারীকে ইউজিসি কর্তৃক প্রধানমন্ত্রী স্বর্ণপদক দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় এ বিশ্ববিদ্যালয় থেকে ৬ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের মনোনীত হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, জানুযারি ১২, ২০২০
এসএইচ