রোববার (১২ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আরিফ ইবনে আলী, সদস্য তিলোত্তমা শিকদার, জগন্নাথ হল সংসদের ভিপি উৎপল বিশ্বাস উপস্থিত ছিলেন।
মানববন্ধনে সাদ্দাম হোসেন বলেন, অসাম্প্রদায়িক চেতনার আতুরঘর হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয় রয়েছে। সেই পরিচয়কে আঘাত করেছে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। আমরা মনে করি শুধু নির্বাচনের তারিখ পরিবর্তন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে আসেননি। একইসঙ্গে নির্বাচন কমিশনকে জবাব দিতে হবে কেন ৩০ তারিখ সরস্বতী পূজার দিনে নির্বাচনের তারিখ ঠিক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
এসকেবি/এবি