ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ফুলকি-খেলাঘর ডিজিটাল শিশুশিক্ষা মেলা ১৭-১৯ জানুয়ারি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
ফুলকি-খেলাঘর ডিজিটাল শিশুশিক্ষা মেলা ১৭-১৯ জানুয়ারি

ঢাকা: রাজধানী ঢাকার মিরপুর মডেল থানার মধ্যপীরেরবাগের ফুলকি খেলাঘর আসর ও ফুলকি স্কুলের যৌথ আয়োজনে আগামী ১৭ থেকে ১৯ জানুয়ারি আয়োজিত হতে যাচ্ছে ‘ফুলকি-খেলাঘর ডিজিটাল শিশুশিক্ষা মেলা-২০২০’। 

ফুলকি খেলাঘর আসরের প্রথম সম্মেলন ও ফুলকি স্কুলের ১৩ বছর পূর্তি উদযাপন উপলক্ষে এই শিশুশিক্ষা মেলার আয়োজন করা হচ্ছে। মধ্যপীরেরবাগের ফুলকি ক্যাম্পাসে মেলা শুরু হবে ১৭ জানুয়ারি সকাল ১০টায় শিশু-কিশোরদের প্রতিযোগিতার মধ্য দিয়ে।

 

মেলায় থাকছে আধুনিক তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক ডিজিটাল কর্মমুখী শিক্ষায় প্রয়োজনীয় উপকরণ ও সামগ্রী প্রদর্শনী, শিশু-কিশোরদের আনন্দ-বিনোদনের বর্ণাঢ্য অনুষ্ঠানমালা, শিশুতোষ ও শিক্ষামূলক বই, যাদু, পাজল ও কম্পিউটার গেমস্, ফাইভ-ডি মুভি ও চলচ্চিত্র প্রদর্শনী, সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা, খেলাধুলা, পিঠা উৎসব, ডিজিটাল শিক্ষা, শিশুকল্যাণ ও মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক তিনটি সেমিনার, প্যারেন্টিং কনফারেন্স এবং ১৫ গুণিজণকে সম্মাননা প্রদান।

এছাড়া মেলায় এলাকার পাঁচ শতাধিক শিশু-কিশোরকে বিনামূল্যে চক্ষু, ডেন্টাল ও স্বাস্থ্যসেবা এবং গুড়ো দুধ বিতরণ করা হবে। পাশাপাশি ডিজিটাল কনটেন্ট, স্ক্র্যাচ প্রোগ্রামিং ও স্ক্র্যাচ সফটওয়্যারের মাধ্যমে প্রজেক্ট তৈরির প্রশিক্ষণ, বছরব্যাপী শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমে সহায়তা ও বৃত্তি প্রদান কর্মসূচির অংশ হিসেবে শিক্ষাসামগ্রী বিতরণ, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে।  

প্রতিদিন সন্ধ্যায় মেলার উৎসবমঞ্চে রয়েছে মনোজ্ঞ শিশু-কিশোর সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্রি র‌্যাফেল ড্র। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।