সোমবার (১৩ জানুয়ারি) ইউজিসিতে আয়োজিত কলেজ এডুকেশন ডেভলপমেন্ট প্রজেক্ট’র (সিইডিপি) ১৫ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনা প্রণয়নে বিজ্ঞান, টেকনোলজি ও আইসিটি উন্নয়ন কমিটির এক সভায় এসব কথা বলেন শিক্ষাবিদরা।
তারা বলেন, কলেজ শিক্ষাকে এগিয়ে নিতে হলে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করা জরুরি।
ইউজিসি সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য ড. মুনাজ আহমেদ নূর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. সুব্রত কুমার আদিত্য, আইআইটি বিভাগের ড. মো. মাহবুবুল আলম জোয়ারদার, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার সায়েন্স বিভাগের ড. হাসিনা খান, রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. লাফিফা জামাল বক্তব্য রাখেন।
এছাড়া বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. সিলিয়া শাহনাজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. হানিফ সিদ্দিকী এবং সিইডিপি’র প্রকল্প পরিচালক এ কে এম মুখলেছুর রহমানসহ প্রমুখ সভায় মতামত দিয়ে বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
এমআইএইচ/এইচজে