ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবির এফইটি অ্যালামনাই কমিটি পেলো প্রথম নারী সভাপতি

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
শাবিপ্রবির এফইটি অ্যালামনাই কমিটি পেলো প্রথম নারী সভাপতি সভাপতি সৈয়দা নীলিমা আক্তার এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আফজাল হোসেন।

শাবিপ্রবি: প্রথমবারের মতো নারী সভাপতি পেলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি (এফইটি) বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি। এতে সভাপতি হিসেবে প্রথম ব্যাচের শিক্ষার্থী সৈয়দা নীলিমা আক্তার এবং সাধারণ সম্পাদক হিসেবে বিভাগের সহকারী অধ্যাপক ও তৃতীয় ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ আফজাল হোসেন নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার  (১৪ জানুয়ারি) বিকেলে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এফইটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি এটি।

এতে স্থানপ্রাপ্ত অন্য সদস্যরা হলেন: সহ-সভাপতি পদে প্রথম ব্যাচের শিক্ষার্থী মেহবুব মুস্তাইন আলম, দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী আজমাইন আল ফাইক, চতুর্থ ব্যাচের মো. ইসমাইল হোসেন, যুগ্ম-সম্পাদক পদে পঞ্চম ব্যাচের রানা দাস, ষষ্ঠ ব্যাচের এএসএম সায়েম, কোষাধ্যক্ষ পদে পঞ্চম ব্যাচের মো. ইয়াছিন, সহ-কোষাধ্যক্ষ পদে অষ্টম ব্যাচের মো. আর রাফি হিমেল, সাংগঠনিক সম্পাদক পদে সপ্তম ব্যাচের শাফায়েত আহমেদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে এগারো ব্যাচের মো. মাহবুব আলম, সাংস্কৃতিক সম্পাদক পদে ষষ্ঠ ব্যাচের সৈয়দা সাবরিনা আক্তার, প্রচার ও জনসংযোগ সম্পাদক পদে অষ্টম ব্যাচের মো. সাকিব হোসেন, শিক্ষা, ক্রীড়া ও পাঠাগার সম্পাদক পদে চতুর্থ ব্যাচের রিপন দাস, দপ্তর সম্পাদক পদে অষ্টম ব্যাচের শিক্ষার্থী মো. রায়হান নির্বাচিত হয়েছেন।

এছাড়া, নির্বাহী সম্পাদক পদে প্রথম ব্যাচের শিক্ষার্থী মো. শাহরিয়ার পারভেজ, আব্দুল্লাহ আল কাদির, মো. আবুল হাসানাত রুম্মান, দ্বিতীয় ব্যাচের মো. রফিকুল ইসলাম, শফি আহমেদ, তৃতীয় ব্যাচের সুব্রত তালুকদার, চতুর্থ ব্যাচের মো. আব্দুর রহমান, পঞ্চম ব্যাচের শিল্পী রাণী দেবনাথ, ষষ্ঠ ব্যাচের মো. মনির হোসেন, সপ্তম ব্যাচের চিন্ময় চক্রবর্তী, অষ্টম ব্যাচের শোয়েব সাত ইল ইভান, পাপ্পু দে, দশম ব্যাচের জাহিদ হাসান সৌরভ, এগারো ব্যাচের মো. মইনুল হাসান মনোনীত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।