ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

‘ট্যুরিস্ট ক্লাব সাস্ট’র রজতজয়ন্তী উদযাপন

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২০
‘ট্যুরিস্ট ক্লাব সাস্ট’র রজতজয়ন্তী উদযাপন

সিলেট: বর্ণাঢ্য আয়োজনে রজতজয়ন্তী উৎসব পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভ্রমণ বিষয়ক সংগঠন ‘ট্যুরিস্ট ক্লাব সাস্ট’।

২৫ বছর পূর্তিতে দিনব্যাপী নানান আয়োজনের মধ্যে ছিল সকালে আনন্দ র‌্যালি, কেক কাটা, স্মৃতিচারণ, ফানুস উড্ডয়ন ও সন্ধ্যায় সঙ্গীতানুষ্ঠান।

উৎসবে অংশ নিতে সকাল থেকেই ক্যাম্পাসে সংগঠনটির সাবেক-বর্তমানরা এসে মিলিত হন।

কেউ কেউ আসেন পরিবার পরিজন নিয়ে। আনন্দ, আড্ডা আর স্মৃতি রোমন্থনের মাধ্যমে হারানো দিনগুলোতে ফিরে যান অনেকেই।

বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান। সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষকেরা।

নজিবুর রহমান তার বক্তব্যে বলেন, বাংলাদেশে এই বিশ্ববিদ্যালয়ের অবদান অনেক গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর ভিশন ২০২১ ও ২০৪১ এবং আগামী প্রজন্মের বাংলাদেশ গড়ে তোলার জন্য এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে তাল মিলিয়ে ‘ট্যুরিস্ট ক্লাব সাস্ট’ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

ট্যুরিস্ট ক্লাবের ‘হুমায়ুন রশিদ চৌধুরী মেধাবৃত্তি ফাউন্ডেশন’র প্রশংসা করে তিনি বলেন, আমি এটাকে সাধুবাদ জানাই। এটি ভালো উদ্যোগ। এই বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও হুমায়ুন রশিদ চৌধুরীর চেয়ার স্থাপন করা হবে।  

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ট্যুরিস্ট ক্লাব সাস্ট শিক্ষার্থীদের সামাজিকতা শিক্ষা অর্জনে সহায়তা করার পাশাপাশি দেশে ট্যুরিজম সম্প্রসারণে অগ্রগণ্য ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানে ‘হুমায়ুন রশিদ চৌধুরী মেধাবৃত্তি ফাউন্ডেশন’ এর উদ্বোধন করে বিশ্ববিদ্যালয়ের দু’জন মেধাবী দরিদ্র শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। এছাড়া ‘অভিযাত্রিক’ নামে ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।

এর আগে রজতজয়ন্তী উপলক্ষে দুপুরে র‌্যালি ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়।

টুরিস্ট ক্লাবের সাস্ট ১৯৯৫ সালে ১ জানুয়ারি বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শাবিপ্রবিতে প্রথম ‘ট্যুরিস্ট ক্লাব’ হিসেবে আত্মপ্রকাশ করে। সাস্টিয়ানদের শিক্ষার পাশাপাশি ভ্রমণের চাহিদা মেটাতে শিক্ষা, শান্তি, ঐক্য, প্রগতি ও ভ্রমণ বিষয় নিয়ে যাত্রা শুরু করে সংগঠনটি। পাশাপাশি এটি সমাজসেবা, বৃক্ষরোপণ, স্বেচ্ছায় রক্তদান ও বিভিন্ন সময়ে মেধা বৃত্তি এবং সমাজসেবামূলক কার্যক্রম নিয়েও কাজ করছে।

বাংলাদেশ সময়: ০৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।