ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

লক্ষ্মীপুরে জেএসসিতে পাসের হার ৯৩.৭৫%

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১১
লক্ষ্মীপুরে জেএসসিতে পাসের হার ৯৩.৭৫%

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলায় জেএসসিতে ৯৩.৭৫ শতাংশ ছাত্র-ছাত্রী পাস করেছে।

এ বছর জেএসসি পরীক্ষায় লক্ষ্মীপুর জেলা থেকে অংশগ্রহণ করে ১৩৬৫১ জন ছাত্র-ছাত্রী।

মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ১৭০ টি। এ জেলা থেকে জিপিএ ৫ পেয়েছে ১৪১ জন শিক্ষার্থী।

গত বছর এ জেলা থেকে কুমিল্লা বোর্ডের সেরা ২০ এ দুটি শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে জেলার কোন শিক্ষা প্রতিষ্ঠানের নাম নেই।

চন্দ্রগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় যথাক্রমে ১১তম ও ১৪তম ছিল কুমিল্লা বোর্ডে।

লক্ষ্মীপুর জেলার ভারপ্রাপ্ত মাধ্যমিক  শিক্ষা কর্মকর্তা গিয়াস উদ্দিন পাটওয়ারী বাংলানিউজকে জানান, এ বছর এ জেলা থেকে ১২৭৯৮ জন শিক্ষার্থী পাস করেছে। যা গত বছরের তুলনায় ২০ শতাংশ বেশি।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।