ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে এমবিবিএস-বিডিএসের পেশাগত পরীক্ষা স্থগিত

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, মে ২, ২০২০
ঢাবিতে এমবিবিএস-বিডিএসের পেশাগত পরীক্ষা স্থগিত

ঢাবি: করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চিকিৎসা অনুষদের আওতাধীন মে ২০২০ সনের সব পেশাগত এমবিবিএস ও বিডিএস পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শনিবার (০২ মে) চিকিৎসা, অনুষদের পরীক্ষা কমিটির চেয়ারম্যান ডা. শাহরিয়ার নবী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করােনা ভাইরাসের কারণে বাংলাদেশ সরকারের আদেশক্রমে সব শিক্ষা প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘােষণা করায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের আওতাধীন মে ২০২০ সনের সব পেশাগত এমবিবিএস ও বিডিএস পরীক্ষা স্থগিত করা হল।

পরিস্থিতি স্বাভাবিক হলে সংশ্লিষ্টদের সঙ্গে আলােচনা করে পরবর্তী নির্দেশ দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, মে ০২, ২০২০
এসকেবি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।