ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবি সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহবুবুর রহমান রাসেল আর নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, মে ৫, ২০২০
রাবি সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহবুবুর রহমান রাসেল আর নেই অধ্যাপক ড. মাহবুবুর রহমান রাসেল

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহবুবুর রহমান রাসেল (৩৬) আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)।

সোমবার (৪ মে) দিনগত রাত ৩টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মাহবুবুর রহমান রাসেল গত ২১ সেপ্টেম্বর মস্তিষ্কে রক্তক্ষরণে গুরুতর অসুস্থ হন।

এরপর তিনি দীর্ঘদিন ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কয়েক মাস আগে তাকে ভারতে চিকিৎসা শেষে দেশে আনা হয়।

সোমবার রাতে তিনি আবারো গুরুতর অসুস্থ হয়ে পড়লে ঢাকায় বোনের বাসা থেকে তাকে বিএসএমএমইউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা সংকটাপন্ন থাকায় সেখান থেকে তাকে আরেকটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিলো। পথেই তার মৃত্যু হয়।

ড. রাসেলের মৃত্যুতে রাবির সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বিভাগের শিক্ষকরা জানিয়েছেন, ড. রাসেলের দেশের বাড়ি নোয়াখালী। ঢাকা থেকে মরদেহ সেখানেই নিয়ে যাওয়া হচ্ছে। পারিবারিক জীবনে একটি শিশুকন্যার বাবা রাবি শিক্ষক রাসেল। তার স্ত্রীও বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, মে ০৫, ২০২০
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।