ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এসএসসিতে ঢাকা বোর্ডে ২২৪৩ জনের ফল পরিবর্তন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, জুন ৩০, ২০২০
এসএসসিতে ঢাকা বোর্ডে ২২৪৩ জনের ফল পরিবর্তন

ঢাকা: এসএসসির ফলাফল চ্যালেঞ্জ করে ঢাকা বোর্ডে নতুন করে ১০৫ জন শিক্ষার্থী উত্তীর্ণসহ ২ হাজার ২৪৩ জনের ফলাফল পরিবর্তন হয়েছে।

ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম পুনঃনিরীক্ষার ফল মঙ্গলবার (৩০ জুন) প্রকাশ করা হয়েছে জানিয়ে এ তথ্য জানান।

তিনি জানান, এবার ঢাকা বোর্ডের ৫৯ হাজার ৬১৫ জন শিক্ষার্থী ১ লাখ ৪৫ হাজার ৩০৫টি বিষয়ের ফল পুনঃনিরীক্ষার জন্য আবেদন করে।

২ হাজার ২৪৩ জন শিক্ষার্থীর গ্রেডিং পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছেন ১০৫ জন। নতুন করে ২৯৯ জন জিপিএ-৫ পেয়েছেন।

আগের ফলাফলে যারা ফেল করেছিল ফল চ্যালেঞ্জ করে তাদের মধ্য থেকে নতুন করে কেউ জিপিএ-৫ পায়নি।

গত ৩০ মে প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষায় ৮২ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়। জিপিএ-৫ জিপিএ-৫ পায় ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ জন।

একজন শিক্ষার্থী একাধিক বিষয়ের ফল পুনঃনিরীক্ষার আবেদন করতে পারে। প্রতিটি বিষয়ের জন্য ১৫০ টাকা ফি দিয়ে আবেদন করতে হয়।

এদিন অন্য বোর্ডগুলো নিজেদের মতো করে পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করছে বলে জানান ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, জুন ৩০, ২০২০
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।