ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবি ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি

345 | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
ঢাবি ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবরিকালচার সেন্টারের উদ্যোগে ক্যাম্পাসের শোভাবর্ধনের জন্য পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

রোববার (১২ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শামসুন নাহার হল প্রভোস্ট বাংলো সংলগ্ন সড়কদ্বীপে বেগুনি রঙের জারুল গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

করোনা মহামারির কারণে স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠান আয়োজন করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন আরবরিকালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মিহির লাল সাহা।

উদ্বোধনী অনুষ্ঠানে জারুল ছাড়াও কৃষ্ণচূড়া, কাঞ্চন, টগর, জবা ইত্যাদি শোভা বর্ধনকারী গাছের চারা রোপণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
এসকেবি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।