ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পূর্ণাঙ্গ জরিপের আগে অনলাইন ক্লাস স্থগিতের দাবি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, জুলাই ২১, ২০২০
পূর্ণাঙ্গ জরিপের আগে অনলাইন ক্লাস স্থগিতের দাবি ...

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): অনলাইন ক্লাস নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সক্ষমতা যাছাই করার জন্য পূর্ণাঙ্গ জরিপ না করা পর্যন্ত তা স্থগিতের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় শাখা।

মঙ্গলবার (২১ জুলাই) অনলাইনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রাগীব নাঈম।

রাগীব নাঈম বলেন, এর আগে আমরা অনলাইন ক্লাস বিষয়ে শিক্ষার্থীদের সাত দফা দাবি উত্থাপন করেছি। এবার আমরা প্রায় দুই হাজার শিক্ষার্থীর সঙ্গে সরাসরি যােগাযােগ করার মাধ্যমে একটি প্রাথমিক জরিপ চালিয়েছি, যা অনলাইন ক্লাসের অসারতাকেই দ্বিধাহীনভাবে তুলে ধরে। ঢাকা বিশ্ববিদ্যালয় তার শিক্ষা কার্যক্রম যে বিশেষ অবস্থাতেই পরিচালনা করুক না কেনাে, তাকে সেখানে সব শিক্ষার্থীর অংশগ্রহণ পূর্বেই নিশ্চিত করতে হবে।

ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একেকটি ডিপার্টমেন্টের শতকরা চল্লিশ বা পয়তাল্লিশ শতাংশ শিক্ষার্থী অনলাইন ক্লাসে কোনােভাবেই অংশগ্রহণ করতে পারছে না, তখন এ ধারণাটিকে বিশ্ববিদ্যালয়ের কাঠামােতে চাপিয়ে দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের কথা একবারও ভাবা হচ্ছে না। ডুবে যাওয়া শরীয়তপুর, নীলফামারী, মুন্সীগঞ্জ বা সুনামগঞ্জ, এসব জেলার শিক্ষার্থীরা কেমন আছে, বা পাহাড়ে বসবাসরত শিক্ষার্থীরা কোনাে নেটওয়ার্কের ভেতরে বাস করছে কি না, এ নিয়ে এসি রুমে বসে থাকা প্রশাসনের কোনাে দুশ্চিন্তা
দেখা যাচ্ছে না।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা বিশ্ববিদ্যালয়ের স্কুল শিক্ষার্থীর অংশগ্রহণে একটি পূর্ণাঙ্গ জরিপ পরিচালনা করুন এবং সেই জরিপের ফল জনসমক্ষে প্রকাশ করুন। এর আগ পর্যন্ত অনলাইন ক্লাস স্থগিত রাখাই আমরা একমাত্র যৌক্তিক পন্থা বলে মনে করি।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জুলাই ২১, ২০২০
এসকেবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।