ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বুয়েটের নতুন ভিসি, প্রো-ভিসির শ্রদ্ধা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২০
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বুয়েটের নতুন ভিসি, প্রো-ভিসির শ্রদ্ধা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন বুয়েটের নতুন ভিসি এবং প্রো-ভিসি

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যায়ের (বুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার ও উপ-উপাচার্য অধাপক ড. আব্দুল জব্বার খাঁন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে উপাচার্য ও উপ-উপাচার্য পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এছাড়াও, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে সাভার জাতীয় স্মৃতিসৌধ ও মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানেও তারা পুস্পার্ঘ্য অর্পণ করেছেন। তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

গত ২৫ জুন তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগ দেন।

১ সেপ্টেম্বর পুরকৌশল বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগ দেন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২০
এসকেবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।