ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

চবিতে ভর্তির মৌখিক পরীক্ষা ১৭ জানুয়ারি

চবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১২

চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষে সমাজবিজ্ঞান অনুষদে ‘ডি’ ইউনিটে প্রথম বর্ষ বিএসএস (সম্মান) শ্রেণীতে ভর্তির কোটা মৌখিক পরীক্ষা আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) ফরহাদ হোসেন খান সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, বিভিন্ন কোটায় (প্রতিবন্ধী, ওয়ার্ড, উপজাতি, অ-উপজাতি, খেলোয়ার এবং শিল্পী) ভর্তির জন্যে  লিখিত পরীক্ষায় ৩০ নম্বর থেকে শুরু করে নম্বরপ্রাপ্ত ভর্তিচ্ছুদের মৌখিক পরীক্ষা এদিন সকাল সাড়ে ৯টায় অনুষদ কার্যালয়ে নেওয়া হবে।

এ সময় সংশ্লিষ্ট কাগজপত্র সঙ্গে আনতেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কোটায় ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালযের ওয়েবসাইট এবং অনুষদের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।