বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মাস্টার্স পর্যায়ে এপ্রিল-সেপ্টেম্বর ২০২০ সেমিস্টারের স্থগিত ভর্তি কার্যক্রম আগামী ০৪ নভেম্বরের মধ্যে শেষ করে ০৫ নভেম্বরে অনলাইন ক্লাস শুরু করার বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের উপ-পরিচালক দীন মোহাম্মদ দীনু বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার প্রাদুর্ভাবের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মাস্টার্স পর্যায়ের এপ্রিল-সেপ্টেম্বর ২০২০ সেমিস্টারের ভর্তি কার্যক্রম নির্ধারিত সময়ে শেষ করা যায়নি। তাই আগামী ০১ নভেম্বর থেকে ০৪ নভেম্বরের মধ্যে এপ্রিল-সেপ্টেম্বর সেমিস্টারের অপেক্ষমান তালিকা থেকে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
এছাড়া এপ্রিল-সেপ্টেম্বরের সেমিস্টারকে অক্টোবর-মার্চ ২০২০ সেমিস্টারে স্থানান্তর করা হয়েছে এবং আগামী ০৫ নভেম্বর থেকে ওই সেমিস্টারের অনলাইন ক্লাস চালু শুরু হবে।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২০
এসআরএস