ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাগেরহাটে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
বাগেরহাটে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত

বাগেরহাট: বাগেরহাটে ৫ম জাতীয় অলিম্পিয়াড প্রতিযোগিতা-২০২০ অনুষ্ঠিত হয়েছে।  

বাগেরহাট শহরের আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাগেরহাট সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন।  

এ সময় বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিচাঁদ বিশ্বাস, শিক্ষক সাইদা পারভীনসহ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাগেরহাট সদর উপজেলার কলেজ ও মাধ্যমিক পর্যায়ের ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগের শতাধিক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেন। লিখিত পরীক্ষার ফলাফলের মাধ্যমে এখান থেকে বাছাই পর্ব শেষ হবে। ফলাফলে এগিয়ে থাকারা জেলা পর্যায়ে জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশগ্রহন করবেন।  

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।