ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে ছাত্রলীগের সন্ত্রাসবিরোধী মিছিল-সমাবেশ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২০
ঢাবিতে ছাত্রলীগের সন্ত্রাসবিরোধী মিছিল-সমাবেশ বিক্ষোভ মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ বিতর্কের প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উগ্র সাম্প্রদায়িকতা ও সন্ত্রাসবিরোধী মিছিল সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ।  

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মিছিলটি ক্যাম্পাসের পলাশীর মোড় থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশে মিলিত হয়।

এতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ও ঢাবি শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বক্তব্য রাখেন।

আল নাহিয়ান খান জয় বলেন, আজ যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কথা বলছে, তারা ঘরে বসে মিটিং করে দেশকে কীভাবে অস্থিতিশীল করবে সে চিন্তায় ব্যস্ত। জাতির পিতাকে নিয়ে একদল দেশবিরোধী কুচক্রীমহল, পাকিস্তানের প্রেতাত্মা কটূক্তি করার সাহস দেখাচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২০
এসকেবি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।