ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মুকসুদপুরে স্কুলছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২০
মুকসুদপুরে স্কুলছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ মুকসুদপুরে স্কুলছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়, ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: স্কুলছাত্রীদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দু’টি স্কুলের ৩৪ জন ছাত্রীর মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।  

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে এলজিএসপি প্রকল্পের অর্থায়নে উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এসব সাইকেল বিতরণ করা হয়।

গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বাইবাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোবায়ের রহমান রাশেদ।  

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফয়জুল ইসলাম, গোবিন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম, সালিনা বক্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুলু হোসেন মুন্সি, ফারুক খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিতোষ সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।  

পরে অতিথিরা সালিনা বক্স উচ্চ বিদ্যালয় ও ফারুক খান উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ৩৪ জন শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২০
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।