শাবিপ্রবি (সিলেট): যথাযথ মর্যাদায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
সোমবার (১৪ ডিসেম্বর) সকালে বুদ্ধিজীবীদের স্মরণে শহীদ মিনার ও বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, শিক্ষক সমিতি, হল প্রশাসন, কর্মকর্তা কর্মচারীদের সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন -১ এর সামনে কালো ব্যাজ ধারণ ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
জেআইএম