ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে বিসিএস আবেদনের সময় বাড়ানোর দাবি

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
শাবিপ্রবিতে বিসিএস আবেদনের সময় বাড়ানোর দাবি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সম্মিলিত সাংস্কৃতিক জোট

শাবিপ্রবি (সিলেট): করোনায় আটকে থাকা অনার্স চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষাকে কেন্দ্র করে আসন্ন ৪৩তম বিসিএস পরীক্ষায় আবেদনের সময় বাড়ানোর দাবি জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সম্মিলিত সাংস্কৃতিক জোট।
 
রোববার (২৭ ডিসেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাব কার্যালয়ে নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে এ দাবি জানান জোটের নেতৃবৃন্দ।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান করবো পিএসসির সঙ্গে আলোচনা করে ৪৩তম বিসিএস পরীক্ষায় আবেদনের সময় বাড়াতে। যেহেতু করোনার জন্য আমাদের পরীক্ষা হয়নি। এখন বিশ্ববিদ্যালয়ে প্রশাসন পরীক্ষা নেওয়ার উদ্যোগ নিয়েছে সেহেতু পরীক্ষা হয়ে গেলে অনেক শিক্ষার্থী এ সার্কুলারে আবেদন করতে পারবেন।

নেতৃবৃন্দ আরও বলেন, বর্তমান শিক্ষার্থীদের আন্দোলন প্রশাসনের বিরুদ্ধে নয় বরং প্রশাসনের কাছে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি। আমাদের পরীক্ষা হোক সেটা আমরা চাই কিন্তু শিক্ষার্থীদের আবাসন সমস্যা, ফি মওকুফসহ সকল সমস্যার সুষ্ঠু সমাধান করে পরীক্ষা নেওয়া হোক।  
শেষে চূড়ান্ত পরীক্ষা নিতে প্রশাসনের কাছে শিক্ষার্থীদের ৫ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।

এসময় প্রেসক্লাবের নবকমিটির সভাপতি জুবায়ের মাহমুদ বলেন, ক্যাম্পাসের সাংস্কৃতিক কর্মকাণ্ড গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকরা সব সময় সর্বোচ্চ চেষ্টা করছেন। বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনাগুলো গণমাধ্যমে নিয়ে আসা হয়।
আগামীতে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব সাংস্কৃতিক সংগঠনগুলোর পাশে থাকবে বলেও তিনি জানান।

এসময় প্রেসক্লাবের সভাপতি জুবায়ের মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ আল রাজীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক জোটের সমন্বয়ক ও স্বপ্নোত্থান’র সভাপতি মো. মোছাদ্দেক হাসান, চোখ ফিল্ম সোসাইটির সভাপতি ফাহিম আল হৃদয়, কিন'র সভাপতি সাব্বির আহাম্মেদ, স্পোর্টস সাস্টের সাধারণ সম্পাদক মো. আল ইমরান জাকারিয়া, সুপা'র সাধারণ সম্পাদক প্রেম রাজ সাহা, মাভৈ. আবৃত্তি সংসদ’র সাধারণ সম্পাদক রাজর্ষি ভট্টাচার্য্য, স্পোর্টস সাস্টের সহ-সাধারণ সম্পাদক মো. তাহসিন রহমান, নোঙরের সাংগঠনিক সম্পাদক এস এম ইসতিয়াক এবং থিয়েটার সাস্টের সাধারণ সম্পাদক কনক দাশ প্রমুখ।

অন্যান্যদের মধ্যে প্রেসক্লাবের সহ-সভাপতি রাজীব হোসেন, যুগ্ম-সম্পাদক জিএম ইমরান হোসেন, কোষাধ্যক্ষ নাজমুল হুদা, দপ্তর সম্পাদক আবদুল্লা আল মাসুদ, কার্যনির্বাহী সদস্য হাসান নাঈম ও রাশেদুল হাসানসহ প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ