শাবিপ্রবি (সিলেট): স্বাস্থ্যবিধি মেনে উৎসবমুখর পরিবেশে চলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মকর্তাদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন’ নির্বাচনের ভোট গ্রহণ।
রোববার (৩১ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয় ক্লাবে এ ভোটগ্রহণ শুরু হয়।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন ডেপুটি রেজিস্ট্রার এ এফ এম সালাউদ্দিন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন সহকারী রেজিস্টার এ জেড এম তামরিনুল হাসান ও হিসাবরক্ষক কর্মকর্তা তাপস তালুকদার।
এবারের নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ কর্মকর্তা পরিষদ প্যানেল থেকে সভাপতি পদে উপ মহাবিদ্যালয় পরিদর্শক মো. তাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক পদে প্রশাসনিক কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, সহ-সভাপতি পদে সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) মো.হেলাল হোসেন দেওয়ান, সহ-সাধারণ সম্পাদক পদে হিসাবরক্ষক কর্মকর্তা অশোক বর্মন অসীম, কোষাধ্যক্ষ পদে প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম।
কার্যনির্বাহী সদস্য পদে পরীক্ষা নিয়ন্ত্রক মো. মুজিবুর রহমান, প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমান, প্রিন্সিপাল ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার ড. খন্দকার মো. মমিনুল হক, আইটি ম্যানেজার এ এস এম খয়রুল আক্তার চৌধুরী, সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) মো. ফখর উদ্দিন, সহকারী রেজিস্টার মোহাম্মদ জয়নাল আবেদীন।
অন্যদিকে বিএনপি-জামায়াতপন্থি প্যানেল থেকে সভাপতি পদে উপ-পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ মোর্শেদ আহমদ, সাধারণ সম্পাদক পদে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মখলিছুর রহমান (পারভেজ), সহ-সভাপতি পদে নির্বাহী পরিবহন প্রকৌশলী এমরান আহমেদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক পদে সিনিয়র সুপারভাইজার (রেজিস্টার দপ্তর) সাহেদ আহমদ, কোষাধ্যক্ষ পদে সহকারী রেজিস্ট্রার মো. নাজমুল হক।
কার্যনির্বাহী সদস্য পদে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জয়নাল ইসলাম চৌধুরী, অতিরিক্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, উপ রেজিস্ট্রার (পরিকল্পনা ও উন্নয়ন) আহমদ মাহবুব ফেরদৌসী, উপ রেজিস্ট্রার মো. ইউনুস আলী, সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) আবু সাদাৎ মোহাম্মদ সায়েম তালুকদার, সহকারী রেজিস্ট্রার নঈম উদ্দিন আহমদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
এএটি