ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিসাসের প্রতিষ্ঠাবার্ষিকী-দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২১
জাবিসাসের প্রতিষ্ঠাবার্ষিকী-দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ৫০ বছরে পদার্পণ উদযাপন ও নবগঠিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

শনিবার (৩ এপ্রিল) সংগঠনের কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

বেলা ১১টায় মোবাইলফোনে যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। পরে বিদায়ী কমিটির সভাপতি মো. আসাদুজ্জামান নতুন কমিটির সভাপতি মাহবুব আলম ও সাধারণ সম্পাদক আবির আব্দুল্লাহর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

এ সময় সংগঠনের নতুন উপদেষ্টা হিসেবে ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং ও জিআইএসের পরিচালক অধ্যাপক শেখ তৌহিদুল ইসলামের নাম ঘোষণা করা হয়। পরে বিদায়ী উপদেষ্টা অধ্যাপক সোহেল আহমেদ ও নির্বাচন কমিশনার অধ্যাপক মোতাহের হোসেনকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আমির হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের স্বার্থ তথা দেশের স্বার্থে সংবাদ সংগ্রহ ও উপস্থাপন করে থাকে। এই কাজ করতে গিয়ে যদি মুষ্টিমেয় ব্যক্তির মনক্ষুণ্ন হয়, তাতে নজর দেওয়ার প্রয়োজন নেই। ’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক বশির আহমেদ, অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবির, শামছুল আলম সেলিম, অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান। এ ছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ­­­

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।