ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আবাসিক হল-বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে অনিশ্চয়তা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫১ ঘণ্টা, মে ৬, ২০২১
আবাসিক হল-বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে অনিশ্চয়তা

ঢাকা বিশ্ববিদ্যালয়: করোনা পরিস্থিতির কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়ের হল ও বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে আবারও অনিশ্চয়তা দেখা দিয়েছে।  

বুধবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এ সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বাংলানিউজকে বলেন, কোভিডের ভ্যাকসিন নিশ্চিতের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, ১৭ মে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও ২৪ মে থেকে ক্লাস খোলার কথা রযেছে। কিন্তু চলমান বিধিনিষেধ আগামী ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

সভা সূত্রে জানা গেছে, হল ও বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে ঈদের পর আবার বিশ্ববিদ্যালয় পরিষদের সভা হবে। সেখানে সরকারের সিদ্ধান্তের সঙ্গে সমন্বয় করে এসব বিষয়ে করণীয় নির্ধারণ করা হবে।

অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন্স কমিটি করোনা পরিস্থিতির উন্নতি না হলে আগামী ১ জুলাই থেকে সব পরীক্ষা অনলাইনে গ্রহণ করার জন্য সুপারিশ করেছে।

বাংলাদেশ সময়: ০১৫১ ঘণ্টা, মে ০৬, ২০২১
এসকেবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।