ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

হাফিজুরের মৃত্যু: দুই বন্ধুকে শাহবাগ থানায় জিজ্ঞাসাবাদ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, মে ২৫, ২০২১
হাফিজুরের মৃত্যু: দুই বন্ধুকে শাহবাগ থানায় জিজ্ঞাসাবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী হাফিজুর রহমানের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তার দুই বন্ধুকে শাহবাগ থানায় জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ মে) রাতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি বলেন, আমরা জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। এই তথ্যগুলো পর্যালোচনা করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মামলার মূল রহস্য উদঘাটন হবে।

শাহবাগ থানা সূত্র জানায়, সোমবার (২৪ মে) দিনগত রাতে তাদের শাহবাগ থানায় আনা হয়। জিজ্ঞাসাবাদের জন্য আানা বন্ধুরা হলেন আসিফ ও রাফসান বলে জানা যায়।

এর আগে আটদিন নিখোঁজ থাকার পর হাসপাতালের মর্গে শনাক্ত করা হয় হাফিজুর রহমানের মরদেহ।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, মে ২৫, ২০২১
এসকেবি/এজেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।