ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবির ক্লাস-পরীক্ষা সংক্রান্ত বিষয়ে জানা যাবে মঙ্গলবার

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, জুন ৭, ২০২১
জবির ক্লাস-পরীক্ষা সংক্রান্ত বিষয়ে জানা যাবে মঙ্গলবার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আটকে থাকা ক্লাস-পরীক্ষাগুলো কবে কীভাবে হবে এ সংক্রান্ত সার্বিক বিষয়ে জানা যাবে আগামী মঙ্গলবার (৮ জুন)।

সোমবার (৭ জুন) বাংলানিউজের সঙ্গে আলাপকালে জবির উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, আগামী মঙ্গলবার চেয়ারম্যান ও ডিনদের সঙ্গে সার্বিক বিষয়ে সভা হবে। সেখানে ক্লাস-পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত হবে। পরবর্তীতে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে ফাইনাল করা হবে।

করোনাকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনের ফলে আটকে থাকা অনার্স ও মাস্টার্স পরীক্ষা নিয়েছিল জবি প্রশাসন।  

বংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, জুন ০৭, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।