ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবির ক্লাস পরিক্ষার চূড়ান্ত সিদ্ধান্ত ১৩ জুন

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, জুন ৮, ২০২১
জবির ক্লাস পরিক্ষার চূড়ান্ত সিদ্ধান্ত ১৩ জুন ...

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেওয়া হবে সশরীরে।  এর আগে অনলাইনে হবে প্রস্তুতিমূলক রিভিউ ক্লাস।

পরীক্ষা নেওয়া হতে পারে জুলাইয়ের প্রথম সপ্তাহে।
 
মঙ্গলবার (৮ জুন) বেলা ১১ টায় উপাচার্যের সঙ্গে বিভিন্ন অনুষদের ডিন ও বিভিন্ন বিভাগের চেয়ারম্যানদের নিয়ে অনুষ্ঠিত এক সভা শেষে এসব তথ্য জানা যায়।

তবে ক্লাস ও পরীক্ষার তারিখ কবে সেটা ঘোষণা হবে আগামী রোববার (১৩ জুন) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অরণ কুমার গোস্বামী বলেন, পরীক্ষা সশরীরে নেওয়া হবে। রিভিউ ক্লাস নেওয়া হবে অনলাইনে। তবে ক্লাস-পরিক্ষা কবে থেকে নেওয়া হবে এবিষয়ে ১৩ তারিখ একাডেমিক কাউন্সিল সভায় সিদ্ধান্ত  নেওয়া হবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল বলেন, স্বাস্থ্যবিধি মেনে জুলাইয়ের প্রথম সপ্তাহে আমাদের পরিক্ষা হবে এমন একটি সিদ্ধান্ত আমরা নিয়েছি। পরিক্ষার আগে প্রত্যেক বিভাগ তাদের প্রস্ততিমূলক ক্লাস নিয়ে শেষ করবে। ১৩ তারিখ একাডেমিক কাউন্সিল সভায় এ ক্লাস ও পরিক্ষার তারিখ ঘোষণা করা হবে।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, জুন ০৮, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।