ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

২৪ জুন থেকে সশরীরে পরীক্ষা নেবে ববি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, জুন ৯, ২০২১
২৪ জুন থেকে সশরীরে পরীক্ষা নেবে ববি

ব‌রিশাল: মহামারি করোনা ভাইরাসের কারণে স্থগিত হওয়া বিভিন্ন বিভাগের ফাইনাল পরীক্ষা আগামী ২৪ জুন থেকে সশরীরে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) কর্তৃপক্ষ।

বুধবার (৯ জুন) সকাল ১১টায় অনলাইনে অনুষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৩৩তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ থাকবে এবং শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পরিবহন সুবিধা পাবেন না। এছাড়া আগের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মিডটার্ম পরীক্ষা আগামী ১৫ জুন থেকে অনলাইনে অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে স্ব-স্ব বিভাগের একাডেমিক কমিটি আলোচনা করে দিন নির্ধারণ করবে।

বাংলা‌দেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জুন ০৯, ২০২১
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।