ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুবিতে সশরীরে পরীক্ষা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, জুন ১৩, ২০২১
কুবিতে সশরীরে পরীক্ষা শুরু

কুমিল্লা: করোনা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া পরীক্ষাগুলো যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সশরীরে নিতে শুরু করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)।  

রোববার (১৩ জুন) সকাল সাড়ে ১০টা থেকে তিনটি বিভাগের পরীক্ষা শুরু হয়েছে।

বিকেলে আরো চারটি বিভাগের পরীক্ষা শুরু হয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আজ সাতটি বিভাগের পরীক্ষা শুরু হয়েছে। পর্যায়ক্রমে বাকি বিভাগগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে।  

শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার নিশ্চিতে ফ্যাকাল্টিগুলোর সামনে সবান ও পানি রাখা হয়েছে। এছাড়া পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে হল রুমগুলোকে স্যানিটাইজার দিয়ে পরিচ্ছন্ন করা হয়েছে। প্রতিটি পরীক্ষার হলরুমে শিক্ষার্থীদের জন্য স্যানিটাইজার রাখা হয়েছে। এছাড়া স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য ফ্যাকাল্টিভিত্তিক কমিটি করে দেওয়া হয়েছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, স্বাস্থ্যবিধি মানার জন্য মনিটরিং টিমের পক্ষ থেকে আমরা মেইন গেট থেকে শুরু করে ক্যাম্পাসের প্রতিটি ফ্যাকাল্টির যেসব কক্ষে পরীক্ষা হচ্ছে সেগুলা পর্যবেক্ষণ করেছি। শিক্ষার্থীরা সবাই মাস্ক পরে পরীক্ষা দিচ্ছে।

তিনি আরও বলেন, ফ্যাকাল্টিগুলোতে মনিটরিং টিমের পক্ষ থেকে দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে। তারা বিষয়গুলো তদারক করছেন। আমরা বিষয়গুলো পর্যবেক্ষণে রেখেছি, যাতে শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে চলে এবং তারা তা মানছে।

দেশে করোনা পরিস্থিতির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। পরে ২০ ডিসেম্বর থেকে চূড়ান্ত পরীক্ষা নেওয়া শুরু হলেও ২৩ ফেব্রুয়ারি পুনরায় সব পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সর্বশেষ গত ১ জুন শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এক সভায় সশরীরে পরীক্ষা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়। সেই পরিপ্রেক্ষিতে ৩ জুন বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা শেষে সশরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের কথা জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জুন ১৩, ২০২১
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।