ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবি শিক্ষার্থীদের পরিবহন-আবাসন ফি মওকুফ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, জুলাই ১, ২০২১
ঢাবি শিক্ষার্থীদের পরিবহন-আবাসন ফি মওকুফ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের আবাসন ও পরিবহন ফি মওকুফ করার কথা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১ জুলাই) রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, কোভিড-১৯ মহামারি পরিস্থিতির কারণে মার্চ ২০২০ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের বিভিন্ন সীমাবদ্ধতা ও চাহিদা বিবেচনা করে মার্চ ২০২০ থেকে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পরিবহন ফি এবং সংশ্লিষ্টদের আবাসিক ফি মওকুফ করা হয়েছে। এরই মধ্যে যারা ওই ফি পরিশোধ করেছেন তা যথাসময়ে সমন্বয় করা হবে।

করোনার মধ্যে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের আবাসন ও পরিবহন আদায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা প্রতিবেদন প্রকাশ ও সিনেটে অধিবেশনে শিক্ষকছাত্র প্রতিনিধিদের ফি মওকুফের প্রস্তাব এলে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, জুলাই ০১, ২০২১
এসকেবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।