ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে রাবিতে বৃক্ষরোপণ

রাবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, জুলাই ২৯, ২০২১
সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে রাবিতে বৃক্ষরোপণ

রাবি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিন উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।  

বিশ্ববিদ্যালয় কৃষি প্রকল্প আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন ধরনের ৫১টি গাছ লাগানো হবে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ড. এমএ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবন চত্বরে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রুটিন উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম।  

কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, কোষাধ্যক্ষ প্রফেসর একেএম মোস্তাফিজুর রহমান আল-আরিফ, রেজিস্ট্রার প্রফেসর মো. আবদুস সালাম, ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলীসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুলাই ২৯, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।