ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৪১তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, আগস্ট ১, ২০২১
৪১তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ

ঢাকা: ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।  

রোববার (১ আগস্ট) প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ হয়েছেন ২১ হাজার ৫৬ জন।


 
পরীক্ষার ফলাফল পিএসসির ওয়েবসাইট এবং টেলিটকের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd-তে পাওয়া যাবে।  

এছাড়া টেলিটক মোবাইল ফোন থেকে এসএমএস করেও ফল জানা যাবে। এজন্য PSC লিখে স্পেস দিয়ে 41 লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএস পরীক্ষার ফল জানা যাবে।  

প্রিলিমিনারিতে উত্তীর্ণদের লিখিত পরীক্ষা আগামী নভেম্বরে থেকে পারে বলে জানিয়েছেন সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রণ (ক্যাডার) নূর আহমদ।  

গত ১৯ মার্চ দেশের আট বিভাগের কেন্দ্রে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় পরীক্ষার্থীদের একাংশ এই পরীক্ষা না নেওয়ার দাবি তুলেছিলো। ৪১তম বিসিএসে আবেদন করেছিলেন ৪ লাখ ৪ হাজার ৫১৩ জন প্রার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৩ লাখ ৪ হাজার ৯০৭জন। পরীক্ষায় অংশগ্রহণ করেননি ৯৯ হাজার ৬০৬ জন। অনুপস্থিতির হার ২৪ দশমিক ৬২ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, আগস্ট ০১, ২০২১
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।