ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

উচ্চশিক্ষার জন্য ওপেন এডুকেশন রিসোর্স পলিসি তৈরি করতে হবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০২ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
উচ্চশিক্ষার জন্য ওপেন এডুকেশন রিসোর্স পলিসি তৈরি করতে হবে ...

ঢাকা: উচ্চ শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রাতিষ্ঠানিক ওপেন এডুকেশন রিসোর্স (ওইআর) পলিসি তৈরি করতে হবে। এই পলিসি চুড়ান্ত করা গেলে উচ্চশিক্ষা খাতে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা সহজেই ক্লাস লেকচার, টেক্সট ও গবেষণাপত্রসহ শিক্ষার বিভিন্ন উপকরণ সহজে নিজেদের মধ্যে আদান প্রদান করতে পারবেন।

ইউজিসি ও কমনওয়েলথ এডুকেশনাল মিডিয়া সেন্টার ফর এশিয়ার যৌথ আয়োজনে পাঁচ দিনব্যাপী ওপেন এডুকেশন রিসোর্স পলিসি তৈরি বিষয়ক ভার্চ্যুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত এক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে বক্তরা একথা বলেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন বলেন, গুণগত উচ্চশিক্ষা নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক ওপেন এডুকেশনাল রিসোর্সেস পলিসি ও ওইআর প্লাটফর্ম সহায়ক ভূমিকা পালন করবে। টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন ও ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণেও ওইআর পলিসি সহায়ক হবে।

উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের, ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান, সেমকা’র পরিচালক প্রফেসর ড. মাধু পারহাড় এবং সিনিয়র প্রোগাম অফিসার (এডুকেশন) ড. মানস রঞ্জন পানিগ্রাহী।

সাজ্জাদ হোসেন বলেন, দেশের উচ্চশিক্ষা খাতকে এগিয়ে নিতে হলে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে শিক্ষা সংক্রান্ত রিসোর্সে শিক্ষার্থীদের সহজ ও অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। এজন্য দেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক ওপেন এডুকেশন রিসোর্স পলিসি তৈরি করতে হবে। এই পলিসি চুড়ান্ত করা গেলে উচ্চশিক্ষা খাতে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা সহজেই ক্লাস লেকচার, টেক্সট ও গবেষণাপত্রসহ শিক্ষার বিভিন্ন উপকরণ সহজে নিজেদের মধ্যে আদান প্রদান করতে পারবেন।

প্রফেসর আবু তাহের বলেন, প্রতিষ্ঠানিক ও জাতীয় পর্যায়ে ওপেন এডুকেশন রিসোর্স পলিসি প্রণয়নে ইউজিসি, বিশ্ববিদ্যালয়সমূহ ও সেমকা যৌথভাবে কাজ করছে। জ্ঞানের আদান প্রদান, সমাজের অবহেলিত জনগোষ্ঠীর কাছে জ্ঞানের সহজলভ্যতা, প্রাতিষ্ঠানিক ও জাতীয় পর্যায়ে এই পলিসি তৈরিতে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রফেসর ড. মাধু পারহাড় এবং ড. মানস রঞ্জন পানিগ্রাহী বলেন, এই কর্মশালা শিক্ষকদেরকে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের জন্য পলিসি তৈরিতে উৎসাহিত করবে। তারা শিক্ষার গুণগতমান উন্নয়নে উচ্চশিক্ষা সংক্রান্ত উপাদানসমূহ লাইসেন্সের আওতায় এনে সকলের জন্য উন্মুক্ত করার ওপর জোর দেন।

কর্মশালায় দেশের ২০ টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ২০০ জন শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ অংশ গ্রহণ করেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এবং ওইআর বিশেষজ্ঞ অধ্যাপক ড. মোস্তফা আজাদ কামাল কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে যুক্ত ছিলেন।

বাংলাদোশ সময়: ০৩০০ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
এমআইএইচ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।