ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শোকদিবস উপলক্ষে আইইউবির ভার্চ্যুয়াল ওয়েবিনার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২১
শোকদিবস উপলক্ষে আইইউবির ভার্চ্যুয়াল ওয়েবিনার

স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে ‘জাতীয় শোকদিবস ২০২১, জাতির জনক প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি’ শিরোনামে এক ভার্চ্যুয়াল ওয়েবিনারের আয়োজন করেছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)।

শনিবার (১৪ আগস্ট) এ ওয়েবিনারের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

প্রতিমন্ত্রী তার বক্তব্যে বঙ্গবন্ধুর স্বপ্নের সমৃদ্ধশালী সোনার বাংলা গড়তে আগামী প্রজন্মকে বঙ্গবন্ধুর জীবন ও দর্শন সম্পর্কে আরও বেশি অধ্যয়নের প্রতি গুরুত্বারোপ করেন।

আইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এ মতিন চৌধুরীর সভাপতিত্বে ওয়েবিনারে স্বাগত বক্তব্য দেন আইইউবির উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত উপাচার্য) অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এবং সমাপনী বক্তব্য দেন আইইউবির স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান। ওয়েবিনারটি সঞ্চালনা করেন আইইউবির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান অধ্যাপক ড. জাকির হোসেন রাজু।

সভাপতির বক্তব্যে আইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এ মতিন চৌধুরী আইইউবির ১২জন বীর মুক্তিযোদ্ধা ট্রাস্টির প্রতি বিশেষ সম্মান প্রদর্শন করেন এবং দেশের উচ্চশিক্ষা বিস্তারে তাদের অবদানের কথা স্মরণ করেন।

এছাড়া ওয়েবিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বরেণ্য শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. ফকরুল আলম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আতিউর রহমান, সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির, আইইউবির গ্লোবাল স্টাডিজ অ্যান্ড গভর্নেন্স প্রোগ্রামের প্রধান অধ্যাপক ড. ইমতিয়াজ এ হুসাইন, ইংলিশ অ্যান্ড মর্ডান ল্যাঙ্গুয়েজ বিভাগের অধ্যাপক ড. আহমেদ আহসানুজ্জামান এবং বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের মহাপরিচালক আনোয়ার হোসেন চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।