ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস’ উদযাপন

শিক্ষা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১
প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস’ উদযাপন

ঢাকা: প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের উদ্যোগে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে আলোচনা সভা করা হয়েছে।

দিবসটিতে ‘ফার্মেসি: সবসময় আপনার স্বাস্থ্যের জন্য বিশ্বস্ত’ প্রতিপাদ্যে শনিবার (২৫ সেপ্টেম্বর) অনলাইনে এ সভা করা হয়।



দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী পোস্টার প্রেজেন্টেশন, ভিডিও প্রেজেন্টেশন, সাইন্টিফিক রাইটিং, বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করে ফার্মাসি বিভাগ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মেসবাহ উদ্দিন আহমেদ।  

সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত এবং উদ্বোধনী বক্তব্য দেন ফার্মাসি বিভাগের প্রফেসর ও চেয়্যারপারসন ড. আব্দুল গণি।

তিনি বর্তমান স্বাস্থ্য ব্যবস্থায় ফার্মাসিস্টের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য প্রফেসর ড. মো. নুরুন্নবী মোল্লা, স্কুল অব সাইন্স (ডিন) প্রফেসর ড. শুভময় দত্ত।


সভায় প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের সাবেক প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান।  

সভায় প্রফেসর ড. শুভময় দত্ত  বলেন, বাংলাদেশে ওষুধের ব্র্যান্ড নাম সংস্কৃতি থেকে বের হয়ে সর্বত্র জেনেরিক নাম ব্যবহারের প্রথা চালু করা উচিত। সভায় ছাত্রছাত্রীদের পক্ষ থেকে  ফার্মাসি বিভাগের আমিনুল ইসলাম শরীফ হসপিটাল ফার্মাসিস্ট নিয়োগ, প্রতি ইউনিয়নে মডেল ফার্মাসিতে গ্রাজুয়েট ফার্মাসিস্টদের সুযোগ সৃষ্টি করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করেন।

এছাড়াও উপ- উপাচার্য প্রফেসর ড. মো. নুরুন্নবী মোল্লা গুরুত্বারোপ করেন বিভিন্ন ফার্মাসিস্ট ফোরামে ফার্মাসিস্ট এর মূল্যায়ন সম্পর্কে।  

সভায় প্রধান বক্তা  প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান বলেন,  ফার্মাসিস্টরা দেশের সম্পদ। তাদের যথোপযুক্ত জায়গায় কাজ করার সুযোগ দিতে হবে। সব দেশের ন্যায় বাংলাদেশেও প্রত্যেকটি ফার্মাসি স্টোরে গ্রাজুয়েট ফার্মাসিস্ট নিশ্চিত করতে হবে। এতে করে প্রেসকিপশন সঠিকভাবে যাচাই  ও ভালো মানের ওষুধ দেওয়া সম্ভব হবে। বাংলাদেশে তথাকথিত সস্তা ওষুধ না তৈরি করে সাশ্রয়ী মূল্যে মানসম্মত ওষুধ তৈরি করার জন্য আহ্বান জানান।

সভায় উপাচার্য প্রফেসর ড. মেসবাহ উদ্দিন আহমেদ বর্তমান পরিস্থিতিতে চিকিৎসকদের সঙ্গে ফার্মাসিস্টদের একযোগে কাজ করার সুযোগ তৈরি করার জন্য সরকারের দৃষ্টি আর্কষণ করেন।

তিনি বলেন, ফার্মাসিউটিক্যাল কোম্পানিসহ বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে।

সভায় প্রফেসর তাসলিমা বেগম বলেন, বিশ্ব ফার্মাসিস্ট দিবস আমাদের ফার্মাসিস্টদের জন্য একটি বিশেষ দিবস। তিনি মানসম্মত শিক্ষা দিতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে তুলে ধরেন  এবং বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের ছাত্র-ছাত্রীদের সব ধরনের সহায়তা করার কথা ব্যক্ত করেন। ভবিষ্যতেও ফার্মাসিস্টরা দেশের স্বাস্থ্যসেবায় অবদান রেখে যাবেন বলেও প্রত্যাশা করেন।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।