ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গুচ্ছ ভর্তি: ইবিতে 'এ' ইউনিটে উপস্থিত ৯৫ শতাংশ 

ইবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
গুচ্ছ ভর্তি: ইবিতে 'এ' ইউনিটে উপস্থিত ৯৫ শতাংশ  ভর্তি পরীক্ষা

ইবি: গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে 'এ’ (বিজ্ঞান) ইউনিটে ভর্তি পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে ৯৫.৫ শতাংশ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

রোববার (১৭ অক্টোবর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয় পরীক্ষা।

পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম কেন্দ্র পরিদর্শন করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া প্রমুখ।  

পরীক্ষা শেষে ইউনিট সমন্বয়কারী সূত্রে জানা যায়, 'এ' ইউনিটে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট ৭০৮৫ জন শিক্ষার্থীর আসন বিন্যাস হয়। এদের মধ্যে ৬ হাজার ৭৪২ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। যেখানে উপস্থিত মোট শিক্ষার্থীর ৯৫.৫ শতাংশ। পরীক্ষায় অনুপস্থিত থাকে ৩৪৩ জন শিক্ষার্থী।  

জানা যায়, ২৪ অক্টোবর 'বি' ইউনিট (মানবিক) ও ‘সি’ (ব্যবসায়) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিন ইউনিটে মোট ১৩ হাজার ২০৩ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। প্রতিদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এক শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষা ‘ডি’ ইউনিটের আওতায় ২ নভেম্বর অনুষ্ঠিত হবে। দেশের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে এ অনুষদ না থাকায় স্বতন্ত্রভাবে এর পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৮ অক্টোবর পর্যন্ত এর আবেদন প্রক্রিয়া শেষ হবে।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।