ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুবিতে টিএসসি ভবন নির্মাণের চুক্তি স্বাক্ষর

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২১
খুবিতে টিএসসি ভবন নির্মাণের চুক্তি স্বাক্ষর

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দীর্ঘ প্রত্যাশিত ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি ভবন) ভবন নির্মাণ কাজের জন্য নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পাদিত হয়েছে।  

প্রায় ৫৫ কোটি টাকার এই নির্মাণ কাজের চুক্তিপত্রে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এবং নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষে মাহবুব ব্রাদার্স (প্রা.) লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক শেখ মাহবুব রহমান স্বাক্ষর করেন।

 

রোববার (০৭ নভেম্বর) বিকেলে উপাচার্যের কার্যালয়ে টিএসসি ভবন নির্মাণের চুক্তি স্বাক্ষরিত হয়। ১,১৬,৪৭২ বর্গফুট আয়তনের টিএসসি ভবন নিমার্ণের মোট চুক্তি মূল্য ৫৪,৫৭,৬৫,৫৪০ টাকা। এর মধ্যে শুধু অডিটোরিয়ামের আয়তন হবে ৩২,৮০৯ বর্গফুট এবং সেখানে ১,৭১০টি আসন ব্যবস্থা থাকবে। পদ্মার এপারে এটিই হবে সবচেয়ে বড় টিএসসি ও অডিটোরিয়াম। টিএসসি প্রকল্পটি বাস্তবায়নের মেয়াদ ধরা হয়েছে দুই বছর। ৪তলা বিশিষ্ট এই ভবনে সাধারণ বিদ্যুৎ ব্যবস্থার পাশাপাশি জেনারেটর এবং ৫ কিলোওয়াট সক্ষমতাসম্পন্ন সোলার সিস্টেম, সিসি টিভি, অগ্নি নির্বাপন যন্ত্র, ৫টি লিফট সুবিধা থাকবে। চুক্তি স্বাক্ষরের পর চুক্তিপত্র উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের কাছে হস্তান্তর করা হয়। উপাচার্য নির্মাতা প্রতিষ্ঠানের প্রতি কাজের গুণগতমান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করার আহ্বান জানান।  

তিনি বলেন, এই টিএসসি ভবনটি হবে পদ্মার এপারের ল্যান্ডমার্ক ভবন এবং এখানে বহুমুখী সুবিধা থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন- স্থাপত্য ডিসিপ্লিনের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের নির্মাণ তত্ত্বাবধান কমিটির সভাপতি প্রফেসর ড. খ. মাহফুজ-উদ-দারাইন, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আব্দুর রাজ্জাক, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান এবং নির্মাতা প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্স (প্রা.) লিমিটেডের প্রধান প্রকৌশলী মো. হেদায়েতুল্লাহ চৌধুরী এবং সহযোগী প্রতিষ্ঠান আকাঙ্ক্ষা গ্রুপের শেখ আনিসুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন প্রকৌশল ও পরিকল্পনা বিভাগের কর্মকর্তারা।  

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, নভেম্বর ০৭ , ২০২১
এমআরএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।